১৪৮ ভারতের মতো ব্যাটিং লাইনআপের দলকে হারানোর জন্য যথেষ্ট নয়, সেটা যে কেউ মানবেন। তবে সেই অল্প পুঁজি নিয়েই শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছে বাবর আজমের পাকিস্তান।
তবে বাবরকে শেষ ওভারের চতুর্থ বলে হারিয়ে দিয়ে নায়ক বনে গেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের কাছে হারের পরে বাবর বলেন, ‘আমরা নওয়াজকে ধরে রেখেছিলাম। খেলাটা শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। ভেবেছিলাম, শেষ ওভারে ১৫-১৬ রান দরকার থাকলে নওয়াজ সেটা আটকাতে পারবে। কিন্তু হার্দিক সব ভেস্তে দিল।’
ব্যাটিংয়ের রান তুলতে পারেননি, এ জন্যই দলকে হারতে হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমরা ১০-১৫ রান কম করেছিলাম। কিন্তু তার পরেও বোলাররা যে ভাবে লড়াই করল তার প্রশংসা করতেই হবে। নাসিম পায়ের ব্যথা নিয়েও বল করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারলাম না।’
বিডি প্রতিদিন/নাজমুল