এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ১৮২ রানের বড় টার্গেট দিয়েও হেরেছে রোহিত শর্মার ভারত। প্রাসঙ্গিকভাবেই ম্যাচ শেষে সেই হারের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ভারতের অধিনায়ক
বাবর আজমদের কৃতিত্ব দিয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘এই ম্যাচে প্রচুর চাপ থাকে। প্রতি মুহূর্তে খেলার মধ্যে থাকা দরকার। এই ধরনের ম্যাচ খেলোয়াড়দের নিংড়ে নেয়। আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম। মোহাম্মদ রিজওয়ান এবং মহম্মদ নাওয়াজের জুটির সময়ও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছি আমরা। কিন্তু পারিনি। ওরা সত্যিই খুব ভাল ব্যাট করেছে। বড় জুটি তৈরি করেছে।’
ভারতীয় দল খারাপ ব্যাটিং করেছে বলে মনে করেন না রোহিত। তিনি বলেছেন, ‘মনে হয় আমরা ভাল রানই করেছিলাম। যে কোনও উইকেটে, যে কোনও পরিবেশে ১৮০ যথেষ্ট ভাল রান। কিন্তু ওদের ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল। এই ম্যাচ থেকে অবশ্য আমরা কিছু শিখলাম।’
তিনি আরও বলেছেন, ‘এই ম্যাচ খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনে। অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিছুই নিজেদের দিকে আসে না। এটা দক্ষতার বিষয় নয়। কারণ, একই রকম পরিস্থিতি আমরা আগেও সামলেছি। এটাও মানতে হবে, বিপক্ষ দল দারুণ লড়াই করেছে।’
পাকিস্তানকে কৃতিত্ব দিয়েছেন রোহিত বলেছেন, ‘ওরা নিশ্চিত ভাবে আমাদের থেকে ভাল খেলেছে। বিরাট কোহলি ভাল ছন্দে রয়েছে। কোনও সন্দেহ নেই। সব ব্যাটারই রান করার চেষ্টা করেছে। বিশেষ করে কোহলি। পর পর দু’টো উইকেট চলে যাওয়ার পর রানের গতি বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল।’
দুবাইয়ের এই মাঠে খেলা সহজ নয় বলেই জানিয়েছেন রোহিত। কারণ হিসাবে বলেছেন, ‘বাউন্ডারির দূরত্ব উইকেটের দু’দিকে সমান নয়। এক দিকে বেশি, এক দিকে কম। ব্যাট করার সময় সেটা মাথায় রাখতে হয়। শট নির্বাচন গুরুত্বপূর্ণ হয়। এমন ধরনের মাঠে খেলা কঠিন হয়।’
বিডি প্রতিদিন/নাজমুল