নিরাপত্তার কারণে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান সফরের কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিল করে ইংলিশরা। সেই পাকিস্তানে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সফর করতে এল ইংল্যান্ড। ২০০৫ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল দলটি। সেই সফরের ১৭ বছর পর আবার পাকিস্তানে পা রেখেছে ইংলিশরা।
গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর করাচিতে পৌঁছায় দলটি। সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম চারটি ম্যাচ খেলা হবে করাচিতে। আর পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড পাকিস্তানে পা রেখেও সিরিজ বাতিল করে দেয়। এর ঠিক পরে ইংল্যান্ড বোর্ডও সফর বাতিল করে দেয়। এর কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ ক্ষুব্ধই হয়েছিল তখন। কারণ এ দুই ঘটনা এমন সময় ঘটেছিল যখন পাকিস্তান তার নিরাপত্তা খ্যাতি পুনরুদ্ধার করতে মরিয়া ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ