অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপজয়ী দলের প্রায় অবিকল স্কোয়াডটাই রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
দলের নেতৃত্বে আছে দারুণ ফর্মে থাকা দাসুন শানাকা। ওপেনার দানুশকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কাও আছেন যথারীতি।
আছেন এশিয়া কাপের ফাইনালে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতানো ভানুকা রাজাপাকসে। চারিথ আসালাঙ্কার সাথে আছেন ধনঞ্জয়া ডি সিলভা, অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা ও জেফ্রে ভান্দরসে।
চামিকা করুণারত্নের সাথে আছেন দুশমন্থ চামিরা আর লাহিরু কুমারা। দিলশান মাদুশাঙ্কা সাথে বলে জুটি গড়ছে আছে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত বলে পাকিস্তানকে ঘায়েল করা দিলশান মাদুশান।
তবে দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার ইনজুরি নিয়ে আছে শঙ্কা, চোট সেরে ওঠার ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।
লঙ্কান রিজার্ভ বেঞ্চে আছেন আশেন বান্দারা, প্রবীন জয়াবিক্রমা, ডিনেশ চান্ডিমাল, বিনুরা ফের্নান্দো ও নুওয়ান্দু ফের্নান্দো।
বিডি প্রতিদিন/নাজমুল