স্বপ্নের শুরু যাকে বলে, ইংলিশ প্রিমিয়ার লিগে তেমনটাই পেয়েছেন আর্লিং হলান্ড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিজেনদের ডেরায় ভিড়েই একের পর এক চমক দেখিয়ে চলেছেন এই নওরোজিয়ান।
প্রথম মাসেই তার পায়ে বয়েছে গোলবন্যা, স্বীকৃতিও মিলে গেছে। চলতি লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হলান্ড।
কমিউনিটি শিল্ড দিয়ে ইংলিশ ফুটবলে হলান্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রথম ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া, সমালোচিত হন হলান্ড। অনেকে বলেছিলেন, প্রিমিয়ার লিগ যাত্রাটা হলান্ডের খুব একটা সহজ হবে না। ভবিষ্যদ্বাণীকে তুড়িতে উড়িয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন নরওয়েজীয় তারকা। লিগে নিজের প্রথম ম্যাচেই করেন জোড়া গোল। দ্বিতীয় ম্যাচে গোল পাননি, তবে তৃতীয় ম্যাচে ফের পান গোলের দেখা।
সবমিলিয়ে আগস্ট মাসেই প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ খেলে হলান্ড গোল করেছেন ৯টি। যা এই প্রতিযোগিতার ইতিহাসে মৌসুমের শুরুর মাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। আর কোনো মাসে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল লুইস সুয়ারেজ।
২০১৩ সালের ডিসেম্বরে লিভারপুলের হয়ে ১০ গোল করেন সুয়ারেজ। আর এখন পর্যন্ত লিগে হলান্ডের গোল ৬ ম্যাচে ১০টি। মাসসেরা খেলোয়াড় হওয়ার প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত হলান্ড। প্রকাশ করলেন উচ্ছ্বাস, ভোট দাতাদের জানালেন ধন্যবাদ।
বিডি প্রতিদিন/নাজমুল