লিওনেল মেসিকে আরও পিএসজিতে থাকার প্রস্তাব দিয়েছেন দলটির পরিচালক লুইস ক্যাম্পোস। গত বছর পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা মেসি। ধীরে ধীরে দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন। এখন দারুণ ছন্দে আছেন ৩৫ বছর বয়সী মেসি।
পিএসজির পরিচালক লুইস ক্যাম্পোস জানান, ‘দলের থাকার বিষয়ে মেসির সঙ্গে কথা হয়েছে। আমি তাকে বলেছি, আমার মেয়াদকালে (তিন বছর) সে দলে থাকবে বলে আশা করি। লিও’র (লিওনেল মেসি) পারফর্মেন্সে আমি সন্তুষ্ট’।
আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। এ মেয়াদ আরও ১২ মাস বাড়াতে পারবেন তিনি। গুঞ্জন আছে, আবারও বার্সার সঙ্গে চুক্তি করতে পারেন সাতবার ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার। পিএসজিও মেসির সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী।
বিডি প্রতিদিন/ফারজানা