যারা ক্রিকেট খেলেন অথবা ক্রিকেট প্রেমী তাদের কাছে ইংল্যান্ডের লর্ডস হচ্ছে তীর্থস্থানের মতো। সেই লর্ডসেই একজন বাংলাদেশি তরুণের হাতে উঠেছে সেরা কোচের পুরস্কার!
তানভীর আহমেদ নামে কুমিল্লার এই তরুণকে দেয়া হয়েছে মিডলসেক্সের সেরা কোচের পুরস্কার। এই প্রথম লর্ডসে কোনো বাংলাদেশি এই সম্মান পেলেন।
তানভীর বলেন, মূলত চার ক্যাটাগরির পুরস্কারের মধ্যে বছরের সেরা কোচের পুরস্কার পেয়েছি আমি। এটা অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। সবগুলো বিষয়ে আমাকে বোর্ড মনোনীত করেছেন বলেই আমাকে এই পুরস্কার দেয়া হয়েছে। তবে আরো চমক আছে সামনে, ইতোমধ্যেই মিডলসেক্স থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বছরের সেরা কোচের জন্য মনোনয়ন দেয়ার বিষয় নিশ্চিত করা হয়েছে।
২০০৯ সালে ব্রিটেনে পড়তে আসা তানভীর, ব্রিটিশ ইউনিভার্সিটি লীগে খেলতেন। তবে আরেক বাংলাদেশি কোচ শহীদুল আলমের পরামর্শে ঢুকেন কোচিংয়ে। এখন তিনি অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত কিশোর-তরুণদের খেলা শেখান।
তিনি জানান, অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত নিজেই ১৩টি দলকে কোচিং করাই। সঙ্গে আছে সাবেক ইংল্যান্ড পেসার সাজিদ মাহমুদের একাডেমি, যেখানে আমার সঙ্গে কাজ করেন আরেক সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ওয়াইস শাহও।
তানভীর বলেন, ‘এখন ১৫০-এর ওপর বাচ্চা আছে আমার অধীন। তবে প্রতিবছর প্রায় ১ হাজার জনকে ক্রিকেট শেখাই-স্কুল, প্রোগ্রাম, ফাংশন সব মিলিয়ে।’
তানভীর এখন কোচিংয়ে উপর আরো উচ্চতর শিক্ষা নিতে চান, কাজ করতে চান আরো বড় পর্যায়ে।
তিনি বলেন, সর্বশেষ নিজের কাউন্টি থেকে একমাত্র কোচ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের হয়ে লেভেল থ্রি করার সুযোগ পেয়েছি। এরইমধ্যে অ্যাডভান্স লেভেলের কোর্স শেষ করেছি| আপাতত লক্ষ্য কাউন্টি টিমগুলোতে কোচিং করানোর।
তানভীর জানান, ব্রিটিশ বাংলাদেশি কিশোরদের আগ্রহ বাড়ছে ক্রিকেট খেলার প্রতি।বাংলাদেশ যদি চায় তাহলে তানভীর দেশের জন্যও কাজ করতে আগ্রহী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন