রিয়াল মাদ্রিদের জয়যাত্রা থামানো যাচ্ছে না কিছুতেই। হুঙ্কার দিয়েছিলেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। আক্রমণাত্মক ফুটবল খেলে কোচের কথা কাজে পরিণত করার আশাও জাগালেন কারাসকো-ফেলিক্সরা।
তবে আক্রমণ গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ, মুখ থুবড়ে পড়ল আতলেতিকো। অবশ্য শেষে গিয়ে ব্যবধান কমিয়ে লড়াই আরও জমিয়ে তোলে আতলেতিকো। তবে রক্ষণ জমাট রাখার কৌশলে দারুণ দুই ফিনিশিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় রবিবার রাতে লা লিগার মাদ্রিদ ডার্বি ২-১ গোলে জিতেছে রিয়াল। রদ্রিগো দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভেরদে।
গত মে মাসে ২০২১-২২ আসরের ফিরতি দেখায় এই মাঠে হারতে হয়েছিল রিয়ালকে। দারুণ পারফরম্যান্সে এবার মধুর প্রতিশোধ নিল রেকর্ড চ্যাম্পিয়নরা।
বিডি প্রতিদিন/নাজমুল