রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে লা লিগায় ইতিহাস পড়লেন বার্সা কোচ জাভি।
এ জয়ের মাধ্যমে টানা ১৮টি অ্যাওওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন বার্সার স্প্যানিশ কোচ। এ ক্ষেত্রে ৪২ বছর বয়সী জাভি ভেঙেছেন জিনেদিন জিদানের রেকর্ড। ১৮টি ম্যাচের মধ্য ১৩টিতে জয় ও ৫টিতে ড্র করেছে বার্সা।
গত বছরের নভেম্বরে বার্সা কোচ রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হন সাবেক স্প্যনিশ ফুটবলার জাভি। তাকে বলা হয়, সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার। দীর্ঘ সময় বার্সার হয়ে খেলেছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা