জার্মানির জাতীয় ফুটবল দলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন বলে সম্প্রতি এক জরিপে জানিয়েছেন প্রায় অর্ধেক জার্মান।
খেলার খারাপ ফল ছাড়াও জাতীয় দল নিয়ে জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবির অতিরিক্ত বাণিজ্যিকীকরণও এর একটি কারণ বলে মনে করছেন সমর্থক গোষ্ঠীর প্রতিনিধিরা।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ ব্রিটিশ জরিপ প্রতিষ্ঠান ইউগভকে দিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে।
গত বৃহস্পতিবার এর ফল প্রকাশিত হয়। এতে দেখা যাচ্ছে, ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সাম্প্রতিক প্রতিযোগিতাগুলোকে জার্মানির খারাপ পারফরম্যান্সের কারণে জাতীয় দল নিয়ে তাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপের প্রথম রাউন্ড পেরোতে পারেনি জার্মানি। আর ২০২১ সালে অনুষ্ঠিত ইউরোর শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় জার্মানি।
জরিপে অংশ নেয়া ৩৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, ২০১৮ সালের আগেও জার্মান দল নিয়ে তাদের আগ্রহ ছিল না। আর মাত্র ১৮ শতাংশ বলেছেন, দল নিয়ে তাদের আগ্রহে কোনো পরিবর্তন আসেনি।
জার্মানির জাতীয় দলের কোচ হান্সি ফ্লিক গত সপ্তাহে বলেন, আকর্ষণীয় ফুটবল খেলে সমর্থকদের আস্থা ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। ২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো ফল করতে চান ফ্লিক।
এদিকে সমর্থকদের প্রতিনিধিরা বলছেন, শুধু খারাপ ফল নয়, জার্মানির ফুটবল দল নিয়ে ফেডারেশনের অতিরিক্ত বাণিজ্যিকীকরণও সমর্থকদের আগ্রহ কমার একটি কারণ। ফেডারেশনের কর্মকাণ্ডে এমন সমর্থক তৈরি হয়েছে যারা শুধু দল সফল হলেই সমর্থন করে, অন্যসময় নয়।
‘আওয়ার কার্ভ' সমর্থক গোষ্ঠীর মুখপাত্র হেলেন ব্রাইট ডিপিএকে বলেন, ‘‘ডিএফবির উচিত জরুরি ভিত্তিতে অনুগত সমর্থক ও সমালোচক সমর্থকদের সঙ্গে কথা বলা।'' তার অভিযোগ, ২০০৬ সালের বিশ্বকাপের পর ডিএফবি জাতীয় দলের খেলাকে একটি ‘ইভেন্ট'-এ পরিণত করেছে। মেম্বারশিপ নিতে সমর্থকদের অনেকটা বাধ্য করা হচ্ছে।
ব্রাইট বলেন, ইভেন্ট সমর্থকদের সমস্যা হচ্ছে তারা ক্লাব ফুটবলের সমর্থকদের মতো নন। দল সফল হলে তারা দলের সঙ্গে থাকেন, নয়ত নয়, যোগ করেন তিনি।
সূত্র : ডয়চে ভেলে।
বিডি-প্রতিদিন/বাজিত