সিলেটের জকিগঞ্জে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি গত শনিবার সকালে ঘটলেও একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বুধবার জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ দেখা দেয়। বুধবার নির্যাতিতা ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে ইমরান আহমদ (২৩), খিলগ্রামের আবদুল বাছিতের ছেলে তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের আজাদ আহমেদের ছেলে শাকের আহমদ (২৪), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২১), মনতৈল গ্রামের ফইজ আলীর ছেলে মুমিন আহমদ (২০)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বারহাল এহিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী শনিবার সকাল ১০টার দিকে সহপাঠী এক বন্ধুকে নিয়ে শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে যায়। সেখানে পৌঁছার পর অভিযুক্ত পাঁচ যুবক তাদেরকে আটক করে। পরে ভয়ভীতি দেখিয়ে তিনজন ধর্ষণ করে এবং দুজন ধর্ষকদের সহযোগিতা করে। এদিকে, বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে জকিগঞ্জে বিভিন্ন সংগঠনের ব্যানারে এলাকার লোকজন বিক্ষোভ মিছিল-সমাবেশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, শনিবার ঘটলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।