ক্রিকেটটা হয়ে পড়েছে আরও বাণিজ্যিক, হয়ে পড়েছে অতিমাত্রায় টুর্নামেন্ট নির্ভর। সারা বছর আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজিও চলছে হরদম। নামিদামি ক্রিকেটারদের তাই দম ফেলবার ফুরসতও মিলছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ করেই তাই ক্রিকেটারদের নামতে হচ্ছে ওয়ানডে কিংবা টেস্ট সিরিজে। কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ানডে বিশ্বকাপও ঘনিয়ে আসে এই বিরতিতে। তাতেই নাভিশ্বাস দশা। সাথে ফ্রাঞ্চাইজিতে খেলে অতিরিক্ত অর্থ কামানোর সুযোগটাও হাতছাড়া করতে চায় না অনেকে।
সূচির চাপ এড়িয়ে নিজেকে ও পরিবারকে সময় দিতে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস টেস্ট খেলা ছেড়েই দিয়েছেন। এখন তিনি নিয়মিত খেলছেন টি-টোয়েন্টি আর ওয়ানডে। তবে সেখানেই তার স্বস্তি নেই। কারণ, টানা শিডিউলের চাপ সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। আর এ বিষয়ে শঙ্কা জানাতে তিনি কোনো কুণ্ঠাও করেননি।
বিবিসি রেডিও ফোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘ক্রিকেটের তিন সংস্করণে খেলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। জিনিসটা টেকসই কোনো কিছু হতো না।’
স্টোকসের মতে, ‘যে ক্রিকেটাররা তিন সংস্করণেই খেলতে চাচ্ছে, তাদের ওপর ঠাসা সূচি একটা বড় প্রভাব রাখছে। যেকোনো ক্রিকেটপ্রেমীই আন্তর্জাতিক ক্রিকেটের মান সর্বোচ্চ পর্যায়েই থাকুক, সেটিই চান। কিন্তু কয়েক বছর ধরে লক্ষ করছি, প্রতিটি দলই একাধিক স্কোয়াড ব্যবহার করছে। অনেক খেলোয়াড় আসছে, যাচ্ছে, অনেক খেলোয়াড়কে বিশ্রামে পাঠানো হচ্ছে। এভাবে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন উচিত নয়। ঠাসা সূচির কারণে অনেক সিরিজই প্রত্যাশিত মনোযোগ থেকে বঞ্চিত হচ্ছে।’
বিডি প্রতিদিন/নাজমুল