৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫৪

অপেক্ষা বাড়লো নেইমারের

অনলাইন ডেস্ক

অপেক্ষা বাড়লো নেইমারের

নেইমার

পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। তাই তুলুজের বিপক্ষেও তাকে পাবে না পিএসজি। এই চোটের কারণেই গত বৃহস্পতিবার মোঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। 

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ক্লাবটি জানায়, এখনও সেরে না ওঠায় শনিবার (০৪ ফেব্রুয়ারি) এর ম্যাচেও নেইমারকে পাওয়া যাবে না।

আপাতত একাকী অনুশীলন করছেন নেইমার। কইয়েকদিন পর তিনি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। কিছুদিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলটির সমস্যা যেন বেড়েই চলেছে। মোঁপেলিয়ের বিপক্ষে ঊরুতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কিলিয়ান এমবাপে। তাকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে পাবে না পিএসজি।

এমন সময়ে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুইজনকে হারিয়ে হতাশা প্রকাশ করলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। তিনি বলেন, নেইমার ও কিলিয়ানকে না পাওয়া হতাশাজনক। কারণ আক্রমণভাগের তিন খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়াটা দারুণ।

২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইয়ের চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্ট।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর