২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:৪৯

এবার টটেনহামের কাছে চেলসির হার

অনলাইন ডেস্ক

এবার টটেনহামের কাছে চেলসির হার

টটেনহামের মাঠে ২-০ ব্যবধানে হেরেছে চেলসি। এই নিয়ে চলতি লিগে এটি চেলসির নবম হার।

চেলসিকে হারানোর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান আরও সংহত করল টটেনহাম। ২৫ ম্যাচে হ্যারি কেইনদের পয়েন্ট ৪৫। পাঁচে থাকা নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে টটেনহামের ৪ পয়েন্ট বেশি আছে।

চেলসির বিপক্ষে ঘটনাবহুল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গেল হ্যারি কেইনরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ালেন হ্যারি কেইন নিজেই। চেলসির বিপক্ষে না পারার বৃত্ত ভাঙল আন্তোনিও কন্তের দল। আট ম্যাচ পর অল ব্লুজদের বিপক্ষে জয় পেলো টটেনহাম।

চেলসির বিপক্ষে জিতলেও শিরোপার দৌড়ে বেশ পিছিয়ে টটেনহ্যাম। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর