রিয়াল মাদ্রিদ ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তুলনামূলক ভালো খেললেও জয়ে ফিরতে পারেনি লিভারপুল। কয়েকটি সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ডরা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেন, গোলের সামনে তারা আরও কার্যকর হলে খেলার চিত্র ভিন্ন হতে পারতো।
প্রিমিয়ার লিগে গত শনিবার লিভারপুল ও প্যালেসের ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়। ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করে ক্লপের দল। ভাগ্যও যেন এদিন তাদের সঙ্গে ছিল না। গোলের উদ্দেশ্য ১২টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল লিভারপুল। পোস্টে লেগে ফেরে মোহামেদ সালাহ ও দিয়োগো জটার শট।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরেছিল লিভারপুল। এরপর প্যালেসের বিপক্ষে এই ড্রয়ে খুব হতাশ ক্লপ। ম্যাচের পর স্কাই স্পোর্টসকে ক্লপ বলেন, সালাহ-জটা আরও কার্যকর হলে জয় মিলতে পারত তাদের।তিনি বলেন, ম্যাচের শুরুটা ভালো হয়েছিল। তারা লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি। আমার মনে হয় আমাদের তিন বা চারটি ছিল। আমাদের শট পোস্টেও লেগেছে। সাধারণত আমরা তৈরি করা সুযোগ থেকে একটি বা দুটি গোল করি। কিন্তু তা করতে পারিনি। ফুটবল যখন অনুমেয় হয়, তখন সেটি রুখে দেওয়া সহজ হয়। আপনি বুঝতে পারবেন, কিছু একটা ঠিক হচ্ছে না।
রিয়ালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পর অমন বিশাল ব্যবধানে হারে লিভারপুল। ক্লপ অবশ্য ক্রিস্টাল প্যালেস ম্যাচে সেটার কোনো প্রভাব পড়েছে বলে মনে করেন না। লিগে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ