৩ এপ্রিল, ২০২৩ ০৮:০৫

কোচের পদ থেকে রজার্সকে ছাঁটাই করল লেস্টার

অনলাইন ডেস্ক

কোচের পদ থেকে রজার্সকে ছাঁটাই করল লেস্টার

ব্রেন্ডন রজার্স

দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ব্রেন্ডন রজার্স। তাকে কোচের পদ থেকে ছাঁটাই করল লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের দলটি রোববার এক বিবৃতিতে ৫০ বছর বয়সী রজার্সের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায়।

লিগে নিজেদের সবশেষ ছয় ম্যাচের পাঁচটি হেরেছে লেস্টার, ড্র অন্যটি। সবশেষ গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমন অঞ্চলে নেমে গেছে দলটি। লিভারপুলের সাবেক কোচ রজার্স লেস্টারের দায়িত্ব পান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তার কোচিংয়ে পূর্ণ মেয়াদের প্রথম দুই মৌসুমে পাঁচে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে ২০২১ সালে চেলসিকে হারিয়ে তারা ঘরে তোলে এফএ কাপ শিরোপা।

তবে চলতি মৌসুমে লিগে প্রথম ১০ ম্যাচের সাতটি হারে লেস্টার, নেমে যায় পয়েন্ট টেবিলের তলানিতে। বিশ্বকাপ বিরতির আগে পাঁচ ম্যাচের চারটি জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু বিশ্বকাপের পর সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে তারা অর্জন করতে পারে কেবল ৭। নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার লিগে অ্যাস্টন ভিলার মাঠে খেলবে লেস্টার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর