১৮ মে, ২০২৩ ২৩:৪২

সাংবাদিকদের কাছে বিশ্বকাপের একাদশ চাইবেন পাপন!

অনলাইন ডেস্ক

সাংবাদিকদের কাছে বিশ্বকাপের একাদশ চাইবেন পাপন!

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি। চলতি বছরের অক্টোবরে ভারতে বসবে ক্রিকেটের এই মেগা আসর। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দল নিয়ে করা হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। বিশ্বকাপের স্কোয়াডে কারা থাকবেন, এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বিশেষত কয়েকটি পজিশন নিয়ে বেশ জোর আলোচনা রয়েছে কয়েকজনের ব্যাপারে।

এর মধ্যে একটি সাত নম্বর ব্যাটার হিসেবে একাদশে কে খেলবেন। এই পজিশনের দৌড়ে আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেনরা। এ নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। জবাব দিতে গিয়ে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের সেরা একাদশ চাইবেন সাংবাদিকদের কাছেই।  

তিনি বলেন, ‘এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোনো ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে।’

পাপন বলেন, ‘আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইবো যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কী বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত।’

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর