২২ মে, ২০২৩ ০৩:১৮

এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

অনলাইন ডেস্ক

এমবাপ্পের জোড়া গোল, শিরোপার আরও কাছে পিএসজি

মাত্র আট মিনিটেই জোড়া গোল করলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাকে গোলে সহায়তা করেছেন ফ্যাবিয়ান ও লিওনেল মেসি। আর এমবাপ্পের জোড়া গোলে ২-১ গোলে জয় পায় প্যারিস জায়ান্ট পিএসজি।

যদিও ৫১ মিনিটে অসেরের হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। তাদের পাল্লা আক্রমণে পিএসজির ঘামও ঝরেছে বেশ। 

লিগ ওয়ানের ম্যাচটা জিতে শিরোপার আরও কাছে পৌঁছে গেল পিএসজি। টানা দ্বিতীয় শিরোপার জতিতে পিএসজির চাই ১ পয়েন্ট।

৩৬ ম‍্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম‍্যাচে  লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর