২ জুলাই, ২০২৩ ১৮:৩৫

ফুটবল থেকে অবসরের ঘোষণা বিশ্বকাপজয়ী ফ্যাব্রিগাসের

অনলাইন ডেস্ক

ফুটবল থেকে অবসরের ঘোষণা বিশ্বকাপজয়ী ফ্যাব্রিগাসের

সংগৃহীত ছবি

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্যাব্রিগাস সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী সাবেক এই তারকা ফুটবলার খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ে নিয়োজিত হবার সিদ্ধান্তও নিয়েছেন। 

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী ফ্যাব্রিগাস দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ জয়ের অভিজ্ঞতাও রয়েছে। 

স্পেনের তারকা এই ফুটবলার ক্লাব ফুটবলে চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছেন। 

নিজের অবসরের কথা উল্লেখ করে ফ্যাব্রিগাস লিখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বুট জোড়া তুলে রাখার সময় এসেছে। এটা এমন এক যাত্রা ছিল যা চিরস্মরণীয় হয়ে থাকবে। বার্সেলোনা, আর্সেনাল, চেলসি, মোনাকো ও কোমোতে প্রথম দিন থেকেই আমি সবকিছু উপভোগ করেছি। হাজারো বছরেও যা চিন্তা করিনি, সেসবের অভিজ্ঞতা আমি এই ক্লাবগুলো থেকে পেয়েছি।’

গত মৌসুমে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের দল কোমোতে খেলেছেন। এই ক্লাবের রিজার্ভ ও যুব দলের সাথে কাজ করতে তিনি কোমোতেই থেকে যাচ্ছেন বলে জানা গেছে। এ সম্পর্কে ফ্যাব্রিগাস বলেন, ‘এই ক্লাবের ভবিষ্যত প্রকল্পগুলো দারুণ। প্রথম থেকেই এই চমৎকার ফুটবল ক্লাবটি আমার মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের একেবারে সঠিক মুহূর্তে এই ক্লাবটি আমার কাছে এসেছে, যে কারণে ক্লাবটিকে আমি লুফে নিয়েছি।’

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর