সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানদের এগিয়ে নেন মোহাম্মদ নবী ও আজমাতুল্লাহ ওমরজাই।
ব্যাট করতে নেমেই আফগান টপ অর্ডাররা খেই হারান। হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও করিম জানাত কেউই ২০ রানে কোটা ডিঙাতে পারেননি।
তবে হাল ধরেছেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে তিনি দলকে শক্ত পুঁজির দিকে নিয়ে যাওয়ার বুনিয়াদ গড়েন। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ ফিরলেও আজমতুল্লাহর সাথে জুটি বেঁধে একপাশ আগলে রাখেন নবী।১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে আজমাতুল্লাহ সাজঘরে ফিরলেও অপরাজিত ছিলেন নবী। ৪০ বলে তিনি করেছেন ৫৪ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিডি প্রতিদিন/নাজমুল