১৬ জুলাই, ২০২৩ ১০:০০

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন এই ফুটবলার

অনলাইন ডেস্ক

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন এই ফুটবলার

বেঞ্জামিন মেন্দি

অবশেষে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার বেঞ্জামিন মেন্দি। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা ডিফেন্ডার একটি ধর্ষণ ও আরেকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ থেকে রেহাই পেলেন। খবর আল জাজিরার

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার ক্রাউন কোর্টে তিন সপ্তাহ ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার রায় ঘোষণা করেন জুরি ফোরম্যান। নির্দোষ প্রমাণিত হয়ে তখনই কান্নায় ভেঙে পড়েন মেন্দি।

এর আগে, গত জানুয়ারিতে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় মুক্তি পান তিনি। বাকি ছিল আরও দুইটি অভিযোগ। শেষ পর্যন্ত সেগুলোতেও নির্দোষ প্রমাণিত হলেন ২৮ বছর বয়সী খেলোয়াড়।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মেন্দি। ২০১৭ সালে সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে তিনি যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। তাদের হয়ে জিতেছিলেন তিনটি লিগ শিরোপাও। কিন্তু ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর