ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) আসছে আসরে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন মোহাম্মদ আমির। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে পাকিস্তানের এই পেসারকে দলে যোগ করেছে গত আসরের রানার্সআপরা।
ভাইপার্সে সতীর্থ হিসেবে শাহিন শাহ আফ্রিদ, শাদাব খান ও আজম খানকে পাচ্ছেন আমির। স্বদেশিদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত ৩০৩টি টি-টোয়েন্টি উইকেট নেওয়া আমির এই সংস্করণে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ওই টুর্নামেন্টে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে আমির সবশেষ খেলেছেন গত ডিসেম্বরে। সংযুক্ত আরব আমিরাতে আবু ধাবি টি-টেন লিগে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে করাচি কিংসের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বাঁহাতি এই পেসার। ভাইপার্সের হয়ে খেলতে উন্মুখ আমির। বিশেষ করে, স্বদেশি আফ্রিদি-শাদাবদের সঙ্গে খেলার তর সইছে না তার।
আমির জানান, ড্রেসিংরুমে অ্যালেক্স হেলস, কলিন মানরো ও শেলডন কটরেলের মতো অত্যন্ত প্রতিভাবান, অভিজ্ঞ খেলোয়াড় এবং কয়েকজন নতুন মুখ আছে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও আজম খানের সঙ্গে খেলার জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি।
আগামী শুক্রবার শুরু আইএলটি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ভাইপার্সের প্রথম ম্যাচ আগামী ২১ জানুয়ারি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ