চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৫৩১ রানের জবাবে ১৭৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো।
তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তবে ইতিমধ্যেই তাদের ৪৫৫ রানের লিড দাঁড়িয়েছে।
সোমবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার বোলিং কোচ দর্শনা গামাগে জানিয়েছেন ফলো-অন না করানোর কারণ।
তিনি বলেন, প্রধান কারণ হলো বোলারদের আমরা একটু বিরতি দিতে চেয়েছি। কারণ আরও দুই দিনের খেলা বাকি আছে। এই বিশ্রামে তারা দ্বিতীয় ইনিংসে আরও বেশি কার্যকরী হতে পারে।
চট্টগ্রামের গরম আবহাওয়ায় পেসাররা যেভাবে পারফর্ম করছেন, তাতে খুশি তিনি। গামাগে বলেন, আমার মনে হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের পেসাররাই ভালো বল করেছে। ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করে গেছে।
বিডি প্রতিদিন/এমআই