চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে লড়াই করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরই মধ্যে জানা গেল, টেস্ট চলাকালেই দেশের বিমান ধরেছেন সফরকারী দলের ব্যাটার দিনেশ চান্ডিমাল।
লঙ্কানদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে চান্ডিমালকে চট্টগ্রাম টেস্ট চলাকালীন সময়ই দেশে ফিরতে হচ্ছে।
সিলেট টেস্টে বড় ব্যবধানে জয়ের পর চট্টগ্রামেও দাপট দেখাচ্ছে লঙ্কানরা। চলমান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রেকর্ড ৫৩১ রান করে সফরকারীরা। যেখানে ১০৪ বল খেলে ৫৯ রান করেছেন চান্ডিমাল। আর দ্বিতীয় ইনিংসে ৭ বলে ৯ রান করেছেন। বাংলাদেশের ইনিংসে এই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের।
জেতার জন্য চতুর্থ ইনিংসে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ