চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, মুস্তাফিজ শুক্রবারের ম্যাচে খেলতে পারবেন কিনা সে নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।
আইপিএলের শুরু থেকেই চেন্নাইর একাদশে ছিলেন মুস্তাফিজ। ৩ ম্যাচে তার শিকার ৭ উইকেট। প্রথম ম্যাচে তিনি ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন।
মুস্তাফিজ না খেলতে পারলে এই ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন শ্রীলঙ্কার স্পিনার মহীশ থিকশানা। সুযোগ পেতে পারেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও।
বিডি প্রতিদিন/নাজমুল