২৫ মে, ২০২৪ ১৩:০০

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই আজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই আজ

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। দু'টি ম্যাচে টাইগারদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই বিধ্বস্ত করেছে অভিবাসী মার্কিন ক্রিকেট দল। টেক্সাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামে আজ শনিবার (২৫ মে) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের দুই ম্যাচে লজ্জার হারে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

এবারই প্রথম মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগি সদস্য দেশটির বিপক্ষে শান্ত-সাকিবদের চাওয়া ছিল নিজেদের প্রস্তুত করা। জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে সিরিজটি আশানুরূপ হয়নি। ফলে, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ হেতে পারত সিরিজটি। যাতে নিদারণ ব্যর্থ বাংলাদেশ।

বাংলাদেশকে টানা দুই ম্যাচ হারিয়ে রীতিমতো উড়ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তৃতীয় টি-টোয়েন্টির আগে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেছেন, ‘বাংলাদেশকে দুই ম্যাচ হারিয়েছি আমরা। এখানে থামতে চাই না। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করতে চাই। বিশ্বকাপের আগে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য দুষছেন ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে। এভাবে পরপর দুই ম্যাচে হারের পেছনে কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে পারি ও ভালো খেলতে পারিনি। আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর