২৭ মে, ২০২৪ ১০:০৮

এক মৌসুম পরই প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন

অনলাইন ডেস্ক

এক মৌসুম পরই প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন

সংগৃহীত ছবি

এক মৌসুম পরই ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল সাউথ্যাম্পটন। চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে জায়গা করে নিল দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার (২৬ মে) দিবাগত রাতে লিডসকে ১-০ গোলে হারায় সাউথ্যাম্পটন। ২৪তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যাডাম আর্মস্ট্রং।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে লেস্টার সিটি ও রানার্সআপ হয়ে ইপ্সউইচ টাউন আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে ওঠে আগেই।

চ্যাম্পিয়নশিপের টেবিলে তিন নম্বরে ছিল লিডস, চারে সাউথ্যাম্পটন। প্লের অফের লড়াইয়ে জিতে তৃতীয় ও শেষ দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠল সাউথ্যাম্পটন। টানা ১১ বছর শীর্ষ লিগে থাকার পর ২০২২-২৩ মৌসুমে অবনমন হয়েছিল দলটির।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর