ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ২৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচ। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে তিনি ৬-২, ৬-২ ও ৬-৪ ব্যবধানে রাদু আলবতকে হারিয়ে শুভ সূচনা করেন। এর আগে কখনোই তিনি আলবতের বিপক্ষে খেলেননি। অচেনা প্রতিপক্ষকে অবশ্য সুযোগ দেননি। সরাসরি সেটে হারিয়ে দেন।
প্রথম রাউন্ডে জয় পাওয়ার পর সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আমি অনুভব করেছি যে আমাকে লড়াই করতে হয়েছে। আমি অনুভব করেছি যে আমি আমার ছোট ভাইয়ের হয়ে প্রতিশোধ নিয়েছি। অনেক বড় স্টেডিয়াম। রাতের আবহটা দারুণ ছিল। বিশেষ করে দর্শকদের উপস্থিতি ও করতালি।’
বুধবার দ্বিতীয় রাউন্ডে লাসলো ডিজেরের মুখোমুখি হবেন জকোভিচ।
৩৭ বছর বয়সী জকোভিচ টেনিসের সব রকমের শিরোপা জিতেছেন। এখন ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে মার্গারেট কোর্টের সঙ্গে শীর্ষে আছেন। আর একটি গ্র্যান্ডস্লাম জিতলেই হয়ে যাবেন টেনিস ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ