সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ১-৪ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। যুব সাফে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। যুবাদের এই অর্জনের জন্য তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার এক বিবৃতিতে নেপালে বাংলাদেশের এই জয়ের জন্য শুভেচ্ছা জানায় বিসিবি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-২০ ফুটবল দল কঠোর পরিশ্রম, অধ্যাবসয়, প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। এই জয় আমাদের সবার জন্য গর্বের। পুরো দেশের মতো আমরাও এই অর্জন উদযাপন করছি ও ভবিষ্যতে আরও অনেক সাফল্যের দিকে তাকিয়ে আছি।’
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালকে ১-৪ গোলে উড়িয়ে শিরোপা উৎসবে মেতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি যুবারা।
বাংলাদেশ সিনিয়র পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ট্রফিটি আসে ১৯৯৫ সালে। সেই টুর্নামেন্ট হয়েছিল মিয়ানমারে। আরেকটি বড় ট্রফি অর্জন ২০০৩ সালের ঢাকা সাফে।
বিডি-প্রতিদিন/বাজিত