অস্ট্রেলিয়ার মোয়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ইয়ান বোথাম। যে নদীতে কুমিরও থাকে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অসাবধানবশত পানিতে পড়ে যান। বন্ধু মার্ভ হিউজ তাকে পানি থেকে টেনে তোলেন।
নৌকা করে যাচ্ছিলেন বোথাম এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হিউজ। সেই সময় দড়িতে ইংরেজ ক্রিকেটারের জুতা আটকে যায়। তাতেই বিপত্তি। পানিতে পড়ে যান তিনি। যে নদীতে শুধু কুমির নয়, রয়েছে বুল হাঙরও (এই বিশেষ ধরনের হাঙর নদীতে থাকে)।
হিউজ দ্রুত বোথামকে তুলে নেওয়ায় কোনও দুর্ঘটনা হয়নি। তবে সারা গায়ে কেটেছিড়ে গেছে। বোথাম বলেন, “কুমিরের পেটে যাওয়ার থেকে বেঁচেছি। যত তাড়াতাড়ি জলে পড়েছি, তার থেকেও বেশি তাড়াতাড়ি উঠে এসেছি। জলের তলায় কয়েক জোড়া চোখ হয়তো আমাকে দেখেছে, তবে তারা কিছু বুঝে ওঠার আগেই আমি উঠে পড়েছিলাম। এখন আমি ঠিক আছি।”
বোথাম এবং হিউজ মাছ ধরতে ভালবাসেন। খেলোয়াড় জীবন থেকেই তারা বন্ধু। যদিও এক জন খেলতেন ইংল্যান্ডের হয়ে, অন্য জন ছিলেন অস্ট্রেলিয়ার। দেশ আলাদা হলেও তাদের বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। বোথাম বলেন, “গল্ফ বা শুটিংয়ের থেকে মাছ ধরতে আমি বেশি ভালোবাসি। নদীর একটা ব্যাপার আছে। তবে লন্ডনে তেমন মাছ ধরার সুযোগ নেই। লন্ডন শুধু খাওয়াদাওয়ার জন্য ঠিক আছে, আমি কান্ট্রিসাইডেই থাকতে ভালবাসি।”
বিডি প্রতিদিন/নাজমুল