ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্ট ফ্রানৎস বেকেনবাউয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কিংবদন্তির পরা ৫ নম্বর জার্সি চিরকালীন অবসরে পাঠিয়েছে তারা।
এই বছরের শুরুতে ৭৮ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার বেকেনবাউয়ার। জার্মানির ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার নেতৃত্বে ১৯৭২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ বিশ্বকাপ জেতে জার্মানি। সত্তরের দশকে তার হাত ধরেই টানা তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও বুন্ডেসলিগা জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে পরাশক্তি হয়ে ওঠে বায়ার্ন।
মাঠে তার অবদান ও ব্যক্তিত্বের জন্য জার্মানরা তাকে ভালোবেসে বলতেন ‘ডের কাইজার’ বা ‘সম্রাট।’ বায়ার্নকে কোচিং করান তিনি দুই মেয়াদে। ১৯৯৪ সালে জেতান বুন্ডেসলিগা, ১৯৯৬ সালে উয়েফা কাপ। কাজ করেন ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও।
তার ৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর ঘোষণা দিয়ে রবিবার (০৮ ডিসেম্বর) সামজিক মাধ্যমে বায়ার্ন লিখেছে, “চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রানৎস বেকেনবাউয়ারের স্মরণে এফসি বায়ার্ন আর কখনও ৫ নম্বর জার্সি কাউকে দেবে না।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ