খুলনাকে বিপদে ফেলে বড় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। সোমবার বিপিএলের ৩৫তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে রংপুরের সমান পয়েন্ট হলো বরিশালেরও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় দুইয়েই থাকল তামিম ইকবালের দল।
আগে ব্যাট করে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।
রংপুরের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাওহীদ হৃদয়ের উইকেট হারায় বরিশাল। তিনে নামা দাউইদ মালান দারুণ এক জুটি গড়েন তামিম ইকবালের সঙ্গে। ৬২ বলে ৮৯ রান করেন তারা।
তামিম ২৫ বলে ২৭ রান করে ফিরলেও অর্ধশতক তুলে নেন মালান। ৩৭ বলে ৬৩ রান করেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ ঝড় তুলে দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়েন। ১৩ বলে ২৪ রান করেন তিনি। মুশফিকুর রহিম ১৭ বলে ২৪ রান করেন।
শেষ ২১ বলে জয়ের জন্য বরিশালের দরকার ছিল ৩৬ রান। ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবির ঝড়ে ৫ বল হাতে রেখেই এই রান তুলে ফেলে বরিশাল।
বিডি প্রতিদিন/নাজমুল