চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনেই বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। অনেকে তখন ভেবেছিলেন, হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খুলেই যাবে এই ডানহাতি ব্যাটারের জন্য। তবে শেষমেশ তাকে ছাড়াই সম্ভবত আইসিসির এই ইভেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফর্মের কারণে লিটন বাদ পড়লেও তাকে মিস করবেন কোচ ফিল সিমন্স।
অবশ্য লিটন দল থেকে বাদ পড়ার পর খোলামেলাভাবে কথা বলেছেন দলের প্রধান কোচ। তাকে মিস করলেও মানছেন, ফেরার জন্য মরিয়া লিটন। তিনি নিজেও তার বাদ পড়ার ব্যাখ্যা জানেন বলে দাবি করেন সিমন্স।
সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ওর (লিটন) সাথে আমার কথা হয়েছে। আমি মনে করি দলে না থাকাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেবে। সে ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলেও দেখেছি ভালো খেলেছে। এমন একজন খেলোয়াড়কে অবশ্যই মিস করতে হবে। তবে আমরা সবাই জানি, সেও মেনে নিয়েছে যে সে রান করছে না। এ কারণেই দলের বাইরে। আমি জানি সে ঘুরে দাঁড়াতে খুব পরিশ্রম করছে।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হচ্ছে। এরপর চুক্তি দীর্ঘায়িত হবে কিনা, সেই প্রশ্নের উত্তর আপাতত নেই ক্যারিবীয় গ্রেটের কাছে।
তিনি বলেন, চুক্তি যেমন ছিল তেমনই আছে। আমি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এখানে আছি, এরপর কী হবে এখন তা বলতে পারছি না।
বিডি প্রতিদিন/কেএ