পাকিস্তানের মাটিতে তাদেরই হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস সৃষ্টি করা বিজয়ে বড় ভূমিকা রেখেছিলেন জোমেল ওয়ারিক্যান। দুই ম্যাচের সিরিজে স্পিন জাদুতে পাক ব্যাটারদের নাকানিচুবানি খাইয়েছেন তিনি। এমন পারফরম্যান্সে আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জোমেল ওয়ারিক্যান।
এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ বছর পর পাকিস্তানে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুলতানে ১২৭ রানে জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন পাক স্পিনার নোমান আলী। ম্যাচে ১০ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি ওয়ারিক্যান। ব্যাট হাতে খেলেন অপরাজিত ৩১ রানের ইনিংস।
পরের টেস্টেও মুলতানে ব্যাট হাতে অবদান রাখেন ওয়ারিক্যান। তার ৩৬ রানের ইনিংসের সুবাদে ৯৫ রানে ৯ উইকেট হারানোর পর ১৬৩ রান করে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে বল হাতে চার উইকেট নেন ওয়ারিক্যান।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ১৮ রান করেন তিনি। বল হাতে পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানকে ধসিয়ে দেন। এতে করে ১২০ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচের সিরিজে মাত্র ৯ বোলিং গড়ে ১৯ উইকেট শিকার করেন ওয়ারিক্যান। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন তিনি। দুই ম্যাচের সিরিজ হয় ১-১ ড্র।
নারী ক্রিকেটারদের মধ্যে আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
বিডি প্রতিদিন/কেএ