১৬ অক্টোবর, ২০২১ ১৪:৩৯

টি-২০ বিশ্বকাপ: ভারতের রিজার্ভ দলে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার

অনলাইন ডেস্ক

টি-২০ বিশ্বকাপ: ভারতের রিজার্ভ দলে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার

ফাইল ছবি

টি-২০ বিশ্বকাপের ভারতের রিজার্ভ দলে ঢুকে পড়লেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআরের ওপেনারের জন্য এমনই নির্দেশ চলে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। 

সূত্রের খবর, আইপিএলের পর ভেঙ্কটেশ আইয়ারকে সংযুক্ত আরব আমিরাতে থেকে যাওয়ার আদেশ দিয়েছে বিসিসিআই। কিন্তু কার বদলি হিসেবে ভাবা হচ্ছে তরুণ নাইট ওপেনারকে? হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও তার ওপরই আস্থা রাখতে চাইছে বোর্ড। তবে পরিবর্ত ব্যবস্থাও রাখা হচ্ছে। সেই কারণেই আইয়ারকে থেকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন কেকেআরের এই বাঁহাতি ওপেনার। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে করেছেন হাফ-সেঞ্চুরি। পাশাপাশি বল করতেও পারেন। টি-২০ ক্রিকেটে ফর্ম শেষ কথা বলে। তাই ভারতের রিজার্ভ দলে ভেঙ্কটেশের ঢুকে পড়া আশ্চর্যের নয়। 

তিনি ছাড়াও আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে হার্শেল প্যাটেলকে রিজার্ভ দলে রাখা হয়েছে। নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন শিবম মাভি, উমরান মালিক এবং আবেশ খান। টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে এদের মধ্যে থেকে কাউকে টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দলে নিতেই পারে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর