পৃথিবী ও চূড়ান্তভাবে মহাকাশের জন্য স্বচালিত, শূন্য কার্বন নির্গমন সুবিধাসংবলিত গাড়ি বানাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও জাপানি গাড়িনির্মাতা নিশান। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি পাঁচ বছর মেয়াদি একটি অংশীদারিত্বে পৌঁছেছে। তাদের এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। মার্কিন মাসিক সাময়িকী উইয়ার্ড.কম তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর দ্য হিন্দুর
অংশীদারিত্বের আওতায় নাসা ও নিশানের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি তৈরি করবে। যা দিয়ে পৃথিবীতে যাত্রীবাহী স্বচালিত গাড়ি এবং মহাকাশে রোভারযান তৈরি করা হবে। স্বচালিত গাড়িগুলোকে ক্যালিফোর্নিয়ার সানিভ্যালে অবস্থিত নাসার অামিস গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালানো হবে। চলতি বছরের শেষ নাগাদ এমন গাড়ি রাস্তায় নামানোর আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, নিশান বর্তমানে এমনই এক গাড়ির পরীক্ষামূলক রান করাচ্ছেন যেগুলো শহরের রাস্তায় চালক ছাড়াই একাকী চলতে পারে।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ