ভিডিও দেখার ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ ইউটিউব। কিন্তু ইউটিউবের জায়গা দখল করে নিতে জোরেশোরে নেমেছে ফেসবুক। আর এজন্য ফেসবুক ভিডিও দেখার জন্য বিভিন্ন ফিচারও যুক্ত করেছে। ফলাফল হাতেনাতে। বিভিন্ন ফিচার যুক্ত করার ফলে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ফেসবুকে ভিডিও দেখার পরিমাণ।
ফেসবুক সম্প্রতি তাদের আয়ের বিবরণী প্রকাশ করে। আর তথনই এ তথ্য জানান ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ। তিনি জানান, বর্তমানে প্রতি মাসে ফেসবুকে ৪০০ কোটি ভিডিও দেখা হয় যা অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। তিনি আরো জানান, গত বছরের সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল মাত্র ১০০ কোটি। জানুয়ারিতে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৩০০ কোটিতে।
ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ জানান, মোবাইল থেকে ভিডিও দেখার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন যত ভিডিও দেখা হয়, তার ৭৫ শতাংশই দেখা হয় মোবাইল থেকে।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ