বরিশাল নগরীর কাশীপুরে ১২০ কোটি টাকা ব্যয়ে ৯ একর জমির উপর নির্মিত হচ্ছে একটি আইটি পার্ক। নির্মাণ শেষ হলে এতে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের। এটি নির্মাণের মাধ্যমে ডিজিটাল বরিশাল এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে বরিশাল জেলা আইসিটি কমিটির সদস্য এবং সুধীজনদের সঙ্গে তথ্য-প্রযুক্তি বিষয়ক মত বিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বরিশাল ঐতিহ্যগতভাবে অত্যন্ত উর্বর ভূমি। স্বাধীকার আন্দোলন-গণতান্ত্রিক আন্দোলনসহ সবক্ষেত্রে বরিশালের উল্লেখযোগ্য ভূমিকা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক বরিশাল গড়ে তুলতে। এরই অংশ হিসেবে সরকার সারা দেশে ১২টি আইটি পার্ক নির্মাণ করছে, যার মধ্যে বরিশাল অন্যতম। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি পার্ক নির্মাণের জন্য নগরীর কাশীপুরে শিক্ষা বোর্ড অফিসের পাশে ৯ একর জমি নির্দিষ্ট করা হয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মাত্র ৬ বছরের মধ্যে শেখ হাসিনার সরকার সারা দেশে ২৭ হাজার মাল্টি মিডিয়া ক্লাশরুম এবং সাড়ে ৩ হাজার কম্পিউটার ল্যাব তৈরী করেছে। নতুন করে আরো ৫০ হাজার মাল্টিমিডিয়া ক্লাশ রুম এবং ২ হাজার কম্পিউটার ল্যাব কাম ল্যাংগুয়েজ ক্লাব করার প্রক্রিয়া চলছে।’
তিনি বলেন, ‘৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামুলক করেছেন প্রধানমন্ত্রী। তাই কম্পিউটার ল্যাব এবং মাল্টিমিডিয়া ব্যবহারে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকরা আরো আগ্রহী হবেন এবং প্রশাসনের কর্মকর্তারা যাতে বিষয়গুলো আরো তদারকি করেন, সেজন্য তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেছেন।’
কথায় নয়, আগামী ৪ বছরের মধ্যে কাজে এর প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। মত বিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৫/শরীফ