দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালেও এটুআইয়ের 'সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস' নামের প্রজেক্ট বিশ্বের প্রায় দেড়'শ প্রকল্পকে পেছনে ফেলে পুরস্কার পায়। এবার ডাব্লিউএসআইএস পুরস্কারে প্রাথমিক মনোনয়নের তালিকায় ৪টি ক্যাটাগরিতে বাংলাদেশের ৭টি প্রকল্প স্থান পেয়েছিল। তবে সরকারের একসেস টু ইনফরমেশনের (এটুআই) 'জাতীয় তথ্য বাতায়ন' প্রকল্পটি বিশ্বের বিভিন্ন দেশের চূড়ান্ত মনোনয়ন পাওয়া শতাধিক প্রকল্পকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে। প্রকল্পটির পরিচালক কবির বিন আনোয়ার সুইজারল্যান্ডের জেনেভায় এ পুরস্কার গ্রহণ করেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জেনেভায় সোমবার থেকে ৫ দিনব্যাপী ডাব্লিউএসআইএস ফোরাম শুরু হয়েছে।
ডাব্লিউএসঅাইএস ফোরামে বাংলাদেশ থেকে ৭টি প্রকল্প সম্মানজনক এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। এগুলো হচ্ছে অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) শিক্ষক বাতায়ন ও জাতীয় তথ্য বাতায়ন, সিনেসিস আইটির মোবাইল স্বাস্থ্যসেবাবিষয়ক প্রকল্প এমহেলথ, ইমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের আমাদের ডাক্তার ও ফার্মার কোয়ারি সিস্টেম, উইন মিয়াকি লিমিটেডের কৃষি তথ্য সার্ভিস ২৭৬৭৬ এবং প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কৃষি তথ্যসেবাবিষয়ক প্রকল্প হ্যালো ১৬১২৩।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ