বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন (লাইসেন্স) পেয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব। গত ৮ জুলাই এই লাইসেন্স পেয়েছে ই-ক্যাব। ফলে এটি এখন বাংলাদেশে ইলেকট্রনিক বাণিজ্য (ই-কমার্স) খাতের বাণিজ্যিক সংগঠন হিসেবে স্বীকৃতি পেল। ই-ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, 'লাইসেন্স পাওয়া সম্ভব হয়েছে ই-ক্যাবের সব সদস্য এবং শুভানুধ্যায়ীদের সমর্থনের জন্য। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ছোট-বড় এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ব্যবসা করবে। বাংলাদেশে ই-কমার্স দেরিতে শুরু হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এখনো এ খাতে অনেক সমস্যা বিদ্যমান। ই-ক্যাব সেসব সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে।'
এছাড়া, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ বলেন, '২০০০ সাল থেকে বাংলাদেশে ই-কমার্স শুরু হলেও দীর্ঘদিন এ খাত অবহেলিত ছিল। দেশীয় ই-কমার্স শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের একত্র করে সমস্যা সমাধানের জন্য ই-ক্যাব কাজ করবে।'
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর ই-ক্যাব যাত্রা শুরু করে। ই-ক্যাব ই-সেবা, ই-পেমেন্ট ও লেনদেন, ই-সিকিউরিটি, ই-কমার্স নীতিমালা ও নির্দেশনা, ই-কমার্স সচেতনতা, প্রশিক্ষণ, পণ্যের মান নিশ্চিতকরণ ও গবেষণা নিয়ে কাজ করছে।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৫/শরীফ