আবারো ফিরে আসার চেষ্টা করছে ফিনিশ মোবাইল কোম্পানি নকিয়া। এক সময়কার সর্বাধিক জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা এই ফিনিশ কোম্পানি মাইক্রোসফটের মালিকানায় চলে যায়। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলসে আগামী সপ্তাহে তাদের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি পণ্যের ঘোষণা দেবে।
প্রতিবেদনে আরো বলা হয়, এখন পর্যন্ত এ তথ্যের সত্যতা নিশ্চিত হয়নি। জানা গেছে, প্রতিষ্ঠানটির এন১ ট্যাবলেট প্রস্তুতকারী নকিয়া টেকনলজিস ওই ভার্চুয়াল রিয়েলিটি পণ্য তৈরি করেছে। তবে দেখার বিষয় হলো, এতদিন পর নকিয়া সম্পূর্ণ নতুন কোনো পণ্য দেবে কিনা।
ইতিমধ্যে স্যামসাং, সনি, মাইক্রোসফট, এইচটিসি এবং ফেসবুক পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি পণ্যের বাজারে প্রবেশ করেছে। ফেসবুকের ভিআর হেডসেট, স্যামসাংয়ের গিয়ার ভিআর, সনির প্রজেক্ট মরফিয়াস, মাইক্রোসফটের হলোলেন্স, এইচটিসির রি ভাইভ ইত্যাদি নিয়ে কাজ চলছে। কাজেই নকিয়ার নামটি আবারো আলোড়িত হতে হলে নতুন কিছু দিতে হবে।
নকিয়ার মোবাইল ফোন ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেওয়ার পর এটাই কম্পানিটির প্রথম গুরুত্বপূর্ণ পণ্য হতে চলেছে। সিইও রাজিব সুরি সম্প্রতি শেয়ারহোল্ডারদের সভায় ত্রিমাত্রিক চিত্র নিয়ে কাজ চালিয়ে যাওয়াকে অন্যতম লক্ষ্য বলে মত দিয়েছেন।
বর্তমানে নকিয়া এমন এক অংশীদার খুঁজছে যে তার পণ্যের বিক্রয়, বিপণন, ক্রেতা সুবিধা ইত্যাদির ভার নেবে। তবে এ কাজে অত্যন্ত শক্তিশালী অংশীদার প্রয়োজন বলেই জানিয়েছে নকিয়া। বর্তমানে নকিয়া মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো, ম্যাপিং সার্ভিস এবং প্রযুক্তি উন্নয়ন ও লাইসেন্সিং বিষয় নিয়ে বেঁচে রয়েছে। সূত্র : এনডিটিভি
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/শরীফ