ভারতীয় বংশোদ্ভূত ৪৩ বছর বয়সী সুন্দর পিশাই এখন সার্চ ইঞ্জিন গুগলের সিইও। কিন্তু অনেকেরই হয়তো পিচাই সম্পর্কে সম্যক ধারণা নেই। পিশাই সম্পর্কে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিবে যা যে কারো জীবনকে বদলে দিতে পারে। নিচে এগুলো নিয়েই আলোচনা করা হলো :
১. তামিলনাড়ুর ছেলে সুন্দর পিশাই ব্যাচেলর ইন টেকনলজির ডিগ্রি পান খড়গপুর আইআইটি থেকে।
২. খড়গপুর আইআইটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ট্যানফোর্ড থেকে তিনি এমএস করেন এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন। ওয়ার্টন স্কুলে পিশাইকে সিবেল স্কলার এবং পামার স্কলারের স্বীকৃতি দেওয়া হয়।
৩. গুগলে চাকরি করার আগে অ্যাপ্লায়েড মেটিরিয়ালস-এ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন পিশাই। পরবর্তী সময়ে ম্যাকেন্সি অ্যান্ড কম্পানি'র ম্যানেজমেন্ট কনসালটিংয়ের অংশ ছিলেন তিনি।
৪. ২০০৪ সালে গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেন সুন্দর। তার নেতৃত্বেই আত্মপ্রকাশ করে গুগল ক্রোম ব্রাউজার ও অপারেটিং সিস্টেম। এর পরে তার কাঁধে এসে পড়ে একের পর এক দায়িত্ব। ফায়ারফক্স, গুগল টুলবার, ডেস্কটপ সার্চ, গ্যাজেট এবং গুগল গিয়ারের কাজের দেখভাল করতে শুরু করেন পিশাই।
৫. ২০০৮ সালের সেপ্টেম্বরে সফলভাবে আত্মপ্রকাশ করে ক্রোম ওয়েব ব্রাউজার। তার এক বছরের মধ্যে নেটবুক এবং ডেস্কটপের জন্য তিনি বের করেন ওয়েব-বেসড ক্রোম অপারেটিং সিস্টেম।
৬. ২০১২ সালে যখন গুগল অ্যাপসের প্রধান ডেভ গিরোয়ার্ড গুগল ছেড়ে শুরু করেন নিজের সংস্থা আপস্টার্ট, তখন গুগল অ্যাপস'র দায়িত্বও আসে সুন্দর পিশাইয়ের হাতে। এরপর ২০১৩ সালে অ্যান্ড্রয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যান্ডি রুবিন চাকরি ছেড়ে দেন, তখনও অ্যানড্রয়েড সামলানোর দায়িত্ব আসে পিশাইয়ের হাতেই।
৭. নিজের টিমের প্রতি খুবই দায়িত্ববান পিশাই। তার টিম ম্যানেজমেন্ট স্কিল ব্যাপক প্রশংসনীয়। তার টিম যাতে প্রাপ্য সম্মান পায় সেদিকে বিশেষ নজর রাখেন সুন্দর পিশাই।
বিডি-প্রতিদিন/১২ অাগস্ট ২০১৫/শরীফ