এ বছর স্যামসাং এমন দুটো ফ্যাবলেট বাজারে এনেছে যা দেখে প্রযুক্তিপ্রেমীদের চোখ কপালে উঠেছে। গ্যালাক্সি নোট ৫ এবং গ্যালাক্সি এস৬ এজ প্লাস দিয়ে স্যামসাং নিঃসন্দেহে ফ্যাবলেটের বাজারে রাজা বনে গেছে। অতি উন্নত মানের উপাদানে তৈরি হয়েছে এই দুটো পণ্য। এদের অভিজাত ও নিখুঁত চেহারা দেখে যে কেউ পাগল হয়ে যাবেন। বর্তমানে অ্যাপলের আইফোন ৬ প্লাস পৃথিবীর সবচেয়ে চাহিদাসম্পন্ন ফ্যাবলেট হলেও অনেকের মতে, গ্যালাক্সি নোট ৫-এ এমন কিছু অদ্ভুত ফিচার রয়েছে যা আইফোনেও নেই। নোট ৫-এর সেই ৫টি দারুণ ফিচার নিয়েই নিচে আলোচনা করা হলো :
এস পেন : স্যামসাংয়ের নোট সিরিজের মূল আকর্ষণ এস পেন স্টাইলাস। আর নোট ৫'এ এই ডিজিটাল পেন এতটাই উন্নত হয়ে এসেছে যে তা ব্যবহার না করলে বোঝা যাবে না। এস পেনের ব্যবহারকে আরো আকর্ষণীয় করতেই এতে যোগ করা হয়েছে নতুন কিছু সফটওয়্যার।
কিউএইচডি সুপার অ্যামোলেড পর্দা : আইফোন ৬ প্লাস'র ফুল এইচডি ডিসপ্লে দারুণ। কিন্তু গ্যালাক্সি নোট ৫'র পর্দার ধারেকাছেও তা আসতে পারেনি। এর সুপার অ্যামোলেড প্যানেলে পিক্সেল ডেনসিটি ৫১৮ পিপিআই। তবে এটাই মূল নয়। এর ভিভিড কালার, কন্ট্রাস্ট বা ক্লারিটি দেখলে হোঁচট খাবে যে কেউ।
অক্টা-কোর সিপিইউ এবং ৪ জিবি র্যাম : এক কথায় বলা যায়, অপ্রতিদ্বন্দ্বী স্পেসিফিকেশন। ১৪ এনএম অক্টা-কোর এক্সিনয়েস প্রসেসরে আছে ফিনএসইটি আর্কিটেকচার। রয়েছে একটি ২.১ গিগাহার্জের কোয়াড-কোর সিপিইউ এবং একটি ১.৫ গিগাহার্জের কোয়াড-কোর সিপিইউ। এতে গতি দেবে ৪ জিবির ব্লিডিং-এজ এলপিডিডিআর৪ র্যাম। অ্যালুমিনিয়াম গ্লাস কেসে মোড়ানো গোটা যন্ত্রটা।
ফাস্ট এবং ওয়্যারলেস চার্জিং : স্মার্টফোনের সবচেয়ে ঝক্কির বিষয় ব্যাটারি। কিন্তু নোট ৫'এ সে সমস্যা একেবারে নেই। দুই ধরনের চার্জিং প্রযুক্তি জুড়ে দেওয়া হয়েছে। দ্রুত গতিতে চার্জ হবে। আবার তারবিহীন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ইউটিউব লাইভ স্ট্রিমিং : পেরিস্কোপ এবং মিরকাট অ্যাপ এখনো মাতিয়ে রেখেছে। কিন্তু নোট ৫-এর লাইভ স্ট্রিমিং ফিচার পেলে এসব অ্যাপের প্রয়োজন হবে না। এর বিল্ট-ইন ফিটারে রয়েছে ইউটিউব। এটা যেকোনো কম্পিউটারে, ট্যাবলেট বা স্মার্ট টিভি-তে দেখা যাবে। সূত্র : ফক্স নিউজ
বিডি-প্রতিদিন/১৬ আগস্ট ২০১৫/শরীফ