অ্যাপল বিরোধী প্রচারে বলা হয়ে থাকে দামের বিচারে গ্ল্যামার ছাড়া যা কিছু দেয় অ্যাপল তার সবই প্রায় পাওয়া যায় অপেক্ষাকৃত কম দামের ফোনে। তার মধ্যে অন্যতম ছিল হোয়াটস অ্যাপ ফর ওয়েব। নিজের কমিউটরের সঙ্গে হোয়াটস অ্যাপ জুড়ে মেসেজ করার চাহিদা এতদিন মেটাতে পারেনি মার্কিন বহুজাতিক সংস্থা হোয়াটস অ্যাপ। কারণ হিসাবে হোয়াটস অ্যাপের পক্ষ থেকে বলা হতো তাদের সংস্থার সীমাবদ্ধতার কথা।
বুধবার অ্যাপল জানিয়েছে, তারা নিজেদের সীমাবদ্ধতা পেরিয়ে এসেছে। এখন থেকে web.whatsapp.com-এ গিয়ে নিজেদের কিউ আর কোড স্ক্যান করে হোয়াটস অ্যাপ ফর ওয়েব ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। একই সঙ্গে মিলবে হোয়াটস অ্যাপের সমস্ত সুবিধা। গত জানুয়ারিতেই অ্যানড্রয়েড, উইন্ডোজ তাদের হোয়াটস অ্যাপ ফর ওয়েব চালু করে। তবে আইওএস এতদিনে নিজেদের তরফে হোয়াটস অ্যাপ ফর ওয়েব আনল।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রশিদা