সিএনজি ভাড়া নিয়ে বিশেষ করে রাজধানী ঢাকায় চালকদের সঙ্গে প্রতিনিয়ত যাত্রীদের বচসা লেগেই আছে। আর এর মূলে রয়েছে বাড়তি ভাড়ার ব্যাপারটি। আর তাই সম্প্রতি সরকার নতুন করে সিএনজি ভাড়া নির্ধারণ করেছে। চলতি মাসের ১ তারিখ থেকে নতুন ভাড়া কার্যকরও করা হয়েছে। তবে এরপরও মিটারের সমস্যার কারণে যেন বাড়তি ভাড়া গুণতে না হয়, সেজন্য তৈরি করা হয়েছে 'সিএনজি ফেয়ার ক্যালকুলেটর' নামের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। এটি শুধু ভাড়াই হিসেব করবে না, অ্যাপের মাধ্যমে অভিযোগও জানানো যাবে।
এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই সিএনজি ভাড়া বের করা যাবে। এজন্য অ্যাপটিতে পথের দূরত্ব এবং রাস্তায় অপেক্ষমাণ সময়ের হিসেব দিলেই অ্যাপটি বলে দেবে ভাড়া কত হয়েছে।
এখানেই শেষ নয়। যদি ভাড়ায় কোন গড়মিল থাকে, তাহলে যেন সহজে অভিযোগ জানানো যায়, সেজন্য অ্যাপের মধ্যেই আছে অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর।
অ্যাপটি তৈরি করেছে মিরালস অ্যাপ হাউজ নামের একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ