ক্যান্সারের চিকিৎসার জন্য টানা ৫ সপ্তাহ স্কুলে যেতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ বছর বয়সী স্কুলছাত্রী পেটন ওয়ালটন। আর তাই এই সময়ে পেটনের বদলে স্কুলে যাবে রোবট! ওই রোবটের মাধ্যমে হাসপাতালে বসে ক্লাসের পড়া শিখবে এই ছাত্রী। পেটন নিজেই রোবটটির নাম দিয়েছে ‘পেটনস অসাম ভার্চুয়াল সেলফ (পাভস)”। পেটনের হয়ে পুলসভিল এলিমেন্টারি স্কুলে ক্লাস করবে পাভস।
রোবটের সঙ্গে জুড়ে দেওয়া আইপ্যাড স্ক্রিনের মাধ্যমে রোবটটি যা দেখবে আর শুনবে তার সবই দেখতে ও শুনতে পারবে পেটন। আর সেই রোবটটিকে বিশেষ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে পেটন। এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ও করতে পারবে সে। এক কথায় শরীরটা না থাকলেও ওই রোবট যা করবে তার সবকিছুর নির্দেশ দাতা পেটন।
তবে এজন্য খরচ হয়েছে মোটা অঙ্কের অর্থ। সব মিলিয়ে রোবটটির পেছনে খরচ হয়েছে ৩ হাজার ডলার। তবে এজন্য পেটনের কোনো অর্থ খরচ করতে হয়নি। কারণ রোবটটি কিনতে প্রয়োজনীয় তহবিলের যোগান দিয়েছে পেটনের বন্ধুরাই।
রোবটটি বানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ডাবল রোবটিক্স। পেটনের মতো পরিস্থিতির শিকার অনেকেরই জন্য রোবট বানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও টেলিকমিউটার এবং চিকিৎসকদের জন্যেও রোবট বানায় প্রতিষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৫/মাহবুব