আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর মাটিতে ফিরে এলেন তিন নভোচারী। শুক্রবার কাজাখস্তানে অবতরণ করেন তারা। নিরাপদেই ‘টাচ ডাউন’ করলেও অবতরণে কিছুটা সমস্যা হয় বলে জানিয়েছে নাসা।
এই তিন নভোচারী হলেন নাসার মহাকাশচারী জেল লিন্ডগ্রেন, জাপানের কিমিয়া ইউয়ি এবং রাশিয়ার ওলেগ কোনোনেঙ্কো। স্পেস স্টেশন থেকে তাদের পৃথিবীতে আসতে সময় লেগেছে তিন ঘণ্টার সামান্য বেশি। কাজাখস্তানের স্থানীয় সময়, সূর্যাস্তের ঠিক পরে মহাকাশচারীরা অবতরণ করেন। তখন প্রবল ঠাণ্ডার সঙ্গে ঝড়ো হাওয়া ছিল বলে নাসা-র তরফে জানানো হয়েছে। এতে অবতরণে কিছুটা সমস্যা হয়।
'সোয়ুজ' নামে যে যানটিতে এই তিনজন ফিরেছেন, সেটিকে অবতরণের মিনিট পাঁচেক পরে চিহ্নিত করা যায়। তবে বলা হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। চিহ্নিত করার পরেই উদ্ধারকারীরা গিয়ে তিনজনকে মহাকাশযান থেকে বের করেন।
তবে আবহাওয়া খারাপ থাকায় একটি ব্যতিক্রম ঘটানো হয়েছে। সাধারণত স্পেসক্র্যাফ্ট থেকে বের করার পরে নভোচারীদের ওই স্থানেই স্বাস্থ্যপরীক্ষা করা হয়। সে ক্ষেত্রে তাঁবু খাটিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা যেত। কিন্তু আবহাওয়া দেখে হেলিকপ্টারে করে তাদের নিয়ে যাওয়া হয় অন্যত্র। সেখানেই তাদের স্বাস্থ্যপরীক্ষা হয়েছে। নভোচারীরা ভাল আছেন বলে জানা গেছে। তারা মহাকাশে ১৪১ দিন ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৫/ রশিদা