হ্যাকিং এখন নিত্যকার ঘটনা। তাই সচেতন হতে হবে আপনাকেই। অত্যাধুনিক পদ্ধতিতে খুব সহজেই গোপন পাসওয়ার্ডটি হাতিয়ে নিয়ে কাজ সারে হ্যাকাররা।
সতর্ক থাকতে জেনে রাখুন কয়েকটি তথ্য:
- অত্যাধুনিক সাউন্ডিং মেথড ব্যবহার করে প্লেন টেক্সটে সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নেয় হ্যাকাররা। আর হার্ড ডিস্ক চুরি করে নিতে পারলে তো কথাই নেই। আর এ কারণে বড় বড় সংস্থাগুলো কখনোই প্লেন টেক্সটে পাসওয়ার্ড সেভ করে না।
- সার্ভার এবং ক্লায়েন্ট, দু’জন ক্লায়েন্ট বা রাউটারের সঙ্গে ক্লায়েন্টের যোগাযোগের মাঝখানে ঢুকে পড়ে হ্যাকাররা। পরে দু’পক্ষের মধ্যে ছদ্মবেশে যোগাযোগ চালিয়ে গিয়ে তথ্য হাতিয়ে নেয়।
- আসলে ট্রজান কিন্তু আপাত নিরীহ ফ্রি ডাউনলোডেবেল প্রোগ্রাম হিসেবে ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাছে আসবে। ভুলেও ডাউনলোড করবেন না। কখনো কখনো যে কম্পিউটারে ডাউনলোড করা হয়, সেই কম্পিউটার থেকে কোনও সাইটে লগ ইন করতে কি-বোর্ডে যা-ই টাইপ করা হয়, সেখান থেকে সম্ভাব্য পাসওয়ার্ড উদ্ধার করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এটাকে ‘মেমরি ডাম্পিং’ বলা হয়।
- ‘ফিসিং’ পদ্ধতির মাধ্যমেও পাসওয়ার্ড হাতিয়ে নেয় হ্যাকার। এটা অনেকটা ডেবিট কার্ডের পিন নম্বর হাতিয়ে নেওয়ার মতো। ই-মেইলের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনও একটি বৈধ ওয়েবসাইটে বা অ্যাকাউন্ট থেকে আপনার তথ্য অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। আপনাকে সাহায্য করার নামে একটি লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করলেই যে ওয়েবসাইট থেকে তথ্য পাচারের দাবি করা হচ্ছে, সেই রকমই একটি নকল ওয়েবসাইটে আপনি অজান্তে ঢুকে পড়বেন। এরপরে পুরনো পাসওয়ার্ড বদলানোর নামে আপনার থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হবে।
- জন্ম বা বিয়ের তারিখ, প্রিয়জনের নামে পাসওয়ার্ড দিলেও বিপদ হতে পারে। এ ধরনের পাসওয়ার্ড বের করা হ্যাকারের জন্য খুবই সহজ।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা