অ্যাপ ছাড়া ওয়েবসাইট ব্রাউজ করেই এখন থেকে ছবি আপলোড করার সুযোগ করে দিচ্ছে ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ওয়েবসাইট হালনাগাদ করে এই করেছে। এ ব্যাপারে ইন্সটাগ্রামের একজন মুখপাত্র নতুন এই হালনাগাদের তথ্য ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে।
সেখানে বলা হয়েছে, মোবাইল ওয়েব ব্যবহারকারীরা এখন এক্সপ্লোর ট্যাবের মাধ্যমে ফিড এবং প্রোফাইল ব্রাউজ করতে পারবে। আর এই নতুন সেবা আগের চেয়ে আরও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। ইন্সটাগ্রামের বর্তমান মূল লক্ষ্য এশিয়ার বাজার। কেননা এই অ্যাপের ৮০ শতাংশ ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাইরের।
এদিকে, ভারত কিংবা এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট গতি কম। এ কথা কথা মাথায় রেখেই এই হালনাগাদ আনা হয়েছে। ফেসবুক এর আগেও ধীর গতির ইন্টারনেট মাথায় রেখে ফেসবুক এবং মেসেঞ্জারের লাইট ভার্সন উন্মুক্ত করেছিল।
উল্লেখ্য, ফেসবুক ইন্সটাগ্রামের বর্তমানে ৭০০ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
সূত্র: ম্যাশেবল, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/ওয়াসিফ