অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইতালি। ২৬ মে শুক্রবার এই নিষেধাজ্ঞা শুক্রবার নাকচ করে দিয়েছে ইতালির এক আদালত।
এই রায়ের পর উবার ইতালির এক টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আপনারা ইতালিতে আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন।’ রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ইতালির এক নিম্ন আদালত এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে।
প্রসঙ্গত, দেশটির প্রচলিত ট্যাক্সি ক্যাবগুলোর সঙ্গে উবারের বিবাদের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কঠোর নীতিমালার মধ্যে পরিচালনা করে আসা ইতালীয় ট্যাক্সি চালকদের দাবি, কম পর্যবেক্ষণে থাকা উবারের মতো অ্যাপগুলোর কারণে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/ওয়াসিফ